Col Tuhin Mohammad Masud,  BGOM, BPM,G
22 Oct

Col Tuhin Mohammad Masud, BGOM, BPM,G

  • 10987

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুআলাইকুম
সুনাগরিক গড়া ও শিক্ষা খাতে বিশেষ অবদান রাখার লক্ষ্যে ১৯৭৯ সালে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘ চল্লিশ বছরের পথ পেরিয়ে বর্তমানে অত্র প্রতিষ্ঠান উত্তরবঙ্গের একটি অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ও একটি ‘ব্র্যান্ড নেইম’।

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই প্রতিষ্ঠান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় অত্যন্ত সফলতার সাক্ষর রেখে চলেছে।

নিয়ত পরিবর্তনশীল পৃথিবীতে মানুষের জীবনপ্রণালি আর চাহিদার সাথে পরিবর্তিত হচ্ছে শিক্ষাব্যবস্থা, তার সাথে এগিয়ে চলেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ । সামাজিক উন্নয়নে নিজেদের অংশগ্রহণ, দেশাত্ববোধের চেতনা সৃষ্টি ও জ্ঞানের বিশাল সমুদ্রে অবগাহনের অভিপ্রায়ে শিক্ষার্থীদের উজ্জীবিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে নিয়মিত পাঠদানের পাশাপাশি নানাবিধ সহশিক্ষা কার্যক্রম। এরই অংশ হিসেবে প্রকাশিত হতে যাচ্ছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক প্রকাশনা ‘প্রতিভা-২০২৩'।
সাহিত্যচর্চা মানুষকে করে তোলে সৃষ্টিমুখর ও মননশীল। এই চর্চার মাধ্যমে তৈরি হয় মানুষের শুভ-অশুভ বোধ, যে বোধ তাকে প্রাণিত করে মঙ্গলময় হতে। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিকী তার শিক্ষার্থীদের জন্য সাহিত্যচর্চার দ্বার উন্মোচিত করে । সুযোগ তৈরি করে দেয় তাদের সাহিত্য-ভুবনে পদার্পণের। এই প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত বার্ষিকী তেমনি একটি উদ্যোগ। ‘প্রতিভা-২০২৩’ প্রকাশনার প্রতিটি ধাপে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল সর্বোচ্চ। কোমলপ্রাণ শিক্ষার্থীরা যেভাবে তাদের সৃষ্টি দিয়ে ‘প্রতিভা-২০২৩'-কে পূর্ণতা দিয়েছে তা সত্যিই বিস্ময়কর। তাদের সৃজনশীলতা ও কল্পনার প্রসারতা আমাকে আশাবাদী করে, স্বপ্ন দেখায় সুন্দর আগামীর ।
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের মেধা, মনন, সৃজনশীলতা, নেতৃত্ব, সহনশীলতা, শৃঙ্খলা ও দক্ষতার বিকাশ ঘটিয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। শুধু অধিক নম্বরপ্রাপ্তি নয়, বরং নৈতিক ও সামাজিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিকশিত মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।
যাঁদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় এই বার্ষিকী ‘প্রতিভা-২০২৩' প্রকাশিত হতে যাচ্ছে তাঁদের জানাই আন্তরিক অভিনন্দন ।

Col Tuhin Mohammad Masud, BPM,G
Principal
BOGURA CANTONMENT PUBLIC SCHOOL & COLLEGE