Major General Md Khaled-Al-Mamun, PBGM, ndc, psc
21 Oct

Major General Md Khaled-Al-Mamun, PBGM, ndc, psc

  • 6972

সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তির বিকাশে পাঠ্যবহির্ভূত জ্ঞানচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ্যবহির্ভূত জ্ঞানচর্চার একটি সমৃদ্ধ ক্ষেত্র হলো শিল্প ও সাহিত্যের চর্চা। শিল্পচর্চা মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে শাণিত করে, আলোর পথে নিয়ে যায়। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শিক্ষার্থীদের শিল্প ও সাহিত্যচর্চার সুযোগ তৈরি করে দিতে নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ভাষা ও সাহিত্যচর্চার অধিকার রক্ষার পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। “ডিজিটাল বাংলাদেশ' গড়ার অন্যতম হাতিয়ার বিজ্ঞান- প্রযুক্তিভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী সৃজনশীলতা। আমার বিশ্বাস, আজকের শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্কতা, মুক্তচিন্তা, সহিষ্ণুতা ও ভ্রাতৃত্ববোধের চেতনায় ঋদ্ধ হয়ে উঠবে। সত্য ও বস্তুনিষ্ঠ জ্ঞানচর্চার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত 'স্মার্ট বাংলাদেশ' গড়তে কার্যকরী অবদান রাখবে। তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানের অসামান্য ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।


শিক্ষার্থীদের মননশীল করার জন্য শিল্প-সাহিত্যচর্চার বহিঃপ্রকাশ হিসেবে অত্র প্রতিষ্ঠান একটি সময়োপযোগী প্রয়াস। এতে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের ভাবকল্পনার যে অপূর্ব সংমিশ্রণ ঘটেছে তা আমাকে অভিভূত করেছে।

Major General Md Khaled-Al-Mamun, PBGM, ndc, psc

Chief Patron

BOGURA CANTONMENT PUBLIC SCHOOL & COLLEGE