Brig Gen Md Iftekharul Mabud afwc, psc
22 Oct

Brig Gen Md Iftekharul Mabud afwc, psc

  • 6186

বর্তমান সময়ে আমরা প্রযুক্তিনির্ভর দ্রুত পরিবর্তনশীল সমাজে বসবাস করছি। এর সাথে তাল মিলিয়ে চলার জন্য যেমন প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা, ঠিক এর সুষ্ঠু, সুন্দর ও কল্যাণকর ব্যবহারের জন্য দরকার মননশীল ভাবনার। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও মননশীলতাকে বিকশিত করতে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রয়াসে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের পদযাত্রা অত্যন্ত গৌরবের।


সুন্দরের আনুক্রমিক শৃঙ্খলায় প্রকাশনাটির একদিকে রয়েছে যেমন কোমলমতি শিক্ষার্থীদের মননশীলতা ও সৃজনশীলতার ছাপ, তেমনি অন্যপিঠে রয়েছে প্রতিষ্ঠানের সারা বছরের বিভিন্ন কর্মযজ্ঞের প্রতিচ্ছবি। আমার সন্তানতুল্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুকুমার চর্চার প্রচেষ্টায় আমি মুগ্ধ। অদম্য জীবনীশক্তিতে উজ্জীবিত শিক্ষার্থীদের সৃষ্টিশীল কর্ম দেশ ও দশের সেবায় নিবেদিত হবে একদিন, - এ আমার দৃঢ় বিশ্বাস ।


Brig Gen Md Iftekharul Mabud afwc, psc

Chairman

BOGURA CANTONMENT PUBLIC SCHOOL & COLLEGE