বর্তমান সময়ে আমরা প্রযুক্তিনির্ভর দ্রুত পরিবর্তনশীল সমাজে বসবাস করছি। এর সাথে তাল মিলিয়ে চলার জন্য যেমন প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা, ঠিক এর সুষ্ঠু, সুন্দর ও কল্যাণকর ব্যবহারের জন্য দরকার মননশীল ভাবনার। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও মননশীলতাকে বিকশিত করতে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রয়াসে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিকী ‘প্রতিভা-২০২৩'-এর প্রকাশনা অত্যন্ত গৌরবের।
সুন্দরের আনুক্রমিক শৃঙ্খলায় প্রকাশনাটির একদিকে রয়েছে যেমন কোমলমতি শিক্ষার্থীদের মননশীলতা ও সৃজনশীলতার ছাপ, তেমনি অন্যপিঠে রয়েছে প্রতিষ্ঠানের সারা বছরের বিভিন্ন কর্মযজ্ঞের প্রতিচ্ছবি। বিগত বছরে প্রকাশিত বার্ষিকীর মতো অনুপম কলেবর নিয়ে এবারও বার্ষিকীটি প্রশংসা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। আমার সন্তানতুল্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুকুমার চর্চার প্রচেষ্টায় আমি মুগ্ধ। অদম্য জীবনীশক্তিতে উজ্জীবিত শিক্ষার্থীদের সৃষ্টিশীল কর্ম দেশ ও দশের সেবায় নিবেদিত হবে একদিন, - এ আমার দৃঢ় বিশ্বাস ।
Brig Gen Md Iftekharul Mabud afwc, psc